এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
পারিশ্রমিকের দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংগঠনের পক্ষ থেকে এ দিন বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, কর্মীদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ববাদেও অন্যান্য কাজও করতে হচ্ছে। তার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।
এই দাবিতে এ দিনের মিছিল শহর পরিক্রমা করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে এসে শেষ হয়। এদিকে ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়ন ছিলো বিশাল পুলিশ বাহিনী।
সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে সাত দফা দাবি সম্মেলিত পত্র তুলে দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী সুচেতা বিশ্বাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ৷
সংগঠনের পক্ষ থেকে জানা যায় অবিলম্বে এই সমস্ত দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।