এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরেই খড়্গপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো।
গতকাল রাতে খড়্গপুর পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সৌমেন দাসের(বিলু) স্ত্রী রাখি দাস প্রার্থী হওয়ার অন্যতম দাবিদার থাকলেও তার নাম না থাকায় প্রায় রাত্রি দুটো নাগাদ তারই বাড়ির বিপরীতে থাকা বিজেপির জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন সম্পাদক তুষার মুখার্জির বাড়িতে এবং বাড়ির সামনে রাখা চার চাকায় বড় বড় ইট ও বোল্ডার দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন স্বয়ং তুষার মুখার্জি নিজেই। তিনি আরও জানান কয়েকদিন আগেই সৌমেন দাস বলেন যে তার স্ত্রী ২৩ নম্বর ওয়ার্ডে যেন টিকিটটা পায় সেটা যেন সে দেখে । যদি না পায় তাকে দেখে নেওয়ার হুমকির অভিযোগ করেছেন তুষার মুখার্জি।
তুষার মুখার্জির অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌমেন দাস ওরফে বিলু জানান এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাতে তারা ঝামেলার শব্দ শুনতে পান। দরজা খুলে তার স্ত্রী বাইরে বের হন। তিনি ঘরে শুয়ে ছিলেন। হামলার পরে তার বাড়ির সামনে পুলিশ ও দাঁড়িয়েছিল। তার বক্তব্য তুষার মুখার্জির পুরোনো কোনো শত্রু বা দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। মুখার্জি চাইলে আইনত ব্যবস্থা নিতে পারি। প্রমাণ করতে হবে আমি করেছি। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।