এনএফবি, মালদাঃ
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা। অভিযোগে এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর চালাল গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। মঙ্গলবার সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক থানার খয়েরতলা এলাকায়। ঘটনায় অভিযুক্তর বাবা পৌঁছলে তাকেও একইভাবে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকারই এক গৃহবধূ জমিতে কাজ করার সময় অপরিচিত এই ব্যক্তি হঠাৎ করে গৃহবধুর পথ আটকায়।একইসঙ্গে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই গৃহবধূর চিৎকারে আশেপাশের স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে পাকড়াও করে গণধোলাই শুরু করে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ অভিযুক্তকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।