জেলা

গাজীপুরে সৌমচণ্ডির পূজায় মাতেন আম্বিয়া বেগমরাও

এনএফবি, হাওড়াঃ

হাওড়া জেলার আমতা দুই নম্বর ব্লকের আমতা থানার গাজীপুরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বারুজীবী সম্প্রদায়ের অধিষ্ঠিত দেবী দুর্গার আদলে দেবী সৌমচণ্ডির দুই দিনের পূজানুষ্ঠান ১২ই ডিসেম্বর থেকে শুরু হল। দুই দিনের পূজানুষ্ঠানের সময়সূচিতে আছে চণ্ডী পাঠ,অন্নভোগ,বাউল গান। দুই দিনের পূজায় উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান বারুজীবী সম্প্রদায়ের ও সমিতির সম্পাদক নির্মল শিল। তিনি আরও জানান, বংশপরম্পরায় প্রায় দুই শতাধিক বছর ধরে এই ভাবে দেবী সৌমচণ্ডি পূজিত হয়ে আসছেন। করোনার সকল প্রকার বিধিনিষেধ মেনে ভক্তদের আসতে বলা হয়েছে বলে তিনি জানান। এলাকার সকল প্রকার সম্প্রদায়ের মানুষ সমবেত হন এই পূজানুষ্ঠানে। কয়েক হাজার নর-নারী অন্নকূট উৎসবে মিলিত হন। দেবী দুর্গার আদলে দেবী সৌমচণ্ডি পূজিত হন চিরাচরিত রীতি অনুসারে। পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট‍্যুরিষ্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক ধর্মপ্রাণ উপস্থিত ও সকল প্রকার সাথীদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সহ অভিনন্দন জানান। তরীকতের জুমলা পীরের আস্তানার সেবাদাতা আম্বিয়া বেগম বলেন, “আমরা সকলে মিলে মিশে সমস্ত ভেদাভেদ ভুলে এগিয়ে চলেছি। মানব সেবাই ঈশ্বরের সেবা। কেউ মন্দিরে,কেউ মসজিদে,কেউ গির্জায় তো কেউ গুরুদুয়ারায়। এই ভবের মাঝারে, আমাদের প্রিয় মাতৃভূমি ভারতে, বিশ্বে।”