তিস্তায় জালবন্দি ৮০ কিলো ওজনের বাঘা আড়

এনএফবি, জলপাইগুড়িঃ

তিস্তায় ধরা পড়লো ৮০ কিলো ওজনের বাঘা আড় মাছ। কাঁধে করে বাজারে নিয়ে আসতে হিমসিম খেতে হল সকলকে। জামাই ষষ্ঠীর মুখে একটি মাছ বিক্রি করে প্রায় ৪০০০০ টাকা ঘরে তুলে জেলেরা।

জানা গেছে ময়নাগুড়ি দোমহনী এলাকার বাসিন্দা বাসু দাস ও ভীম দাস গতকাল রাতে তিস্তা নদীর রেল ব্রিজ পিলারের কাছে জাল দিয়ে মাছ ধরতে যায়।

আচমকাই তাদের জালে কোনো ভাবে আটকে যায় এই বিশালাকৃতির বাঘা আর মাছটি। কিন্তু গভীর রাত হয়ে যাওয়ায় তারা আর মাছটিকে ডাঙায় তুলতে পারেনি। এরপর তারা মাছটিকে জালে পেঁচিয়ে পিলারে বেঁধে রেখে আসেন।

শনিবার দিনের আলো ফুটলে তারা ফের চলে যান রেল পিলারে। এরপর প্রায় দু ঘন্টার চেষ্টায় মাছটিকে ডাঙায় তুলে বাঁশে বেধে ঘাড়ে করে ময়নাগুড়ির পাইকারী মাছ বাজারে নিয়ে গেলে সেখানে ৫০০/- কিলো দড়ে মাছটি নিলাম হয়ে যায়।

তিস্তা নদীতে মাঝেমধ্যে ধরা পরে বাঘা আড় মাছ। সেগুলির ওজন কমবেশি ২৫ থেকে ৩০ কিলোর মধ্যেই থাকে। অত্যন্ত সুস্বাদু এই মাছটির বাজারে চাহিদা প্রচুর। তবে এত বড় সাইজের বাঘা আড় সাধারণত বছরে দু চারটির বেশি ধরা পড়তে দেখা যায়না।