অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
১৬তম আইপিএলের দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই। ২০২৩ সালের আইপিএল শুরু হবে ৩১ মার্চ। মোট ১২টা জায়গায় আয়োজিত হবে এবারের আইপিএল। তিন বছর পর হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও গতবার শেষস্থানে শেষ করা চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচটি আয়োজিত হবে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। মোট ৭০টা লিগ ম্যাচ আয়োজিত হবে। যারমধ্যে ১৮টা দিন ম্যাচ হবে, দিনে দুটো করে। প্রতিটা দল সাতটা করে ঘরোয়া ও সাতটা করে বাইরের ম্যাচ খেলবে।
আহমেদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় মাঠ) ও ধর্মশালা (পঞ্জাব কিংসের দ্বিতীয় মাঠ)। লিগের শেষ ম্যাচটি আয়োজিত হবে ২১ মে। আইপিএলের এর ফাইনাল ম্যাচটি হবে ২৮ মে।
এবার মোট দুটো গ্রুপে রাখা হয়েছে ১০টি দলকে।
দেখে নিন কোন দল কোন গ্রুপে পড়েছেঃ
গ্রুপ এ
মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস।
গ্রুপ বিঃ
চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স।