ক্রীড়া

রঞ্জি ফাইনালে বাংলা

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

রঞ্জি ফাইনালের টিকিট কার্যত পাকা করে নিল বাংলা। সেমিফাইনালের চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ন’উইকেটে ২৭৯ রান তুলেছে বাংলা। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৮০ রান অনুষ্টুপ মজুমদারের। তবে ম্যাচের চতুর্থ দিনে টার্নিং পিচে অত্যন্ত মন্থর ব্যাটিং করেছেন বাংলার ব্যাটাররা। সারাদিনে উঠেছে মাত্র ২২০ রান। অনুষ্টুপের ৮০ রান এসেছে ২১৯ বলে। ৪১ রান করতে ১১৩ বল নিয়েছেন সুদীপ কুমার ঘরামী। মন্থর ব্যাটিং করেছেন অধিনায়ক মনোজ তিওয়ারি (৬৭ বলে ১৫) ও শাহবাজ আহমেদের (৮৩ বলে ২৯) মতো আক্রমণাত্মক ব্যাটাররাও। মধ্যপ্রদেশের পক্ষে সারাংশ জৈন ১০৩ রানে ছ’টি ও কুমার কার্তিকেয় ৬৩ রানে তিনটি উইকেট নিয়েছেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক (৬০ ব্যাটিং) ও ঈশান পোড়েল (১ ব্যাটিং)।

মধ্যপ্রদেশের থেকে আপাতত ৫৪৭ রানে এগিয়ে বাংলা। রবিবার ম্যাচের শেষ দিন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।