ক্রীড়া

গত দুই বছরের ব্যর্থতা কাটাতে লাল হলুদে বিনো আগমন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শনিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবে এলেন কেরালাকে সন্তোষ ট্রফি দেওয়া কোচ বিনো জর্জ এবং এবছরের সই হওয়া খেলোয়াড়েরা। সবার সাথে পরিচয় পর্ব সেরে কোচ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ সহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন। মাঠ দেখে তিনি অভিভূত, এবং বলেন, “এত সুন্দর মাঠ সম্ভবত ভারতে নেই।” ক্লাবের সমস্ত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন। আগামী সপ্তাহ থেকে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করা হবে এবং তার জন্য সবরকমের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন। আপাতত ডুরান্ড কাপ আর কলকাতা লিগে কোচিং করাবেন তিনি। আইএসএলে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইনের সহকারী হিসাবে কাজ করবেন। প্লেয়ার হিসেবে মহামেডান ক্লাবে যেমন খেলেছেন তেমনই ২০১৫ সালে নবাব ভট্টাচাৰ্যর ক্লাব ইউনাইটেড স্পোর্টসে কাজ করেন, জানেন কলকাতার ফুটবল প্রেম। এই বিষয়ে তিনি জানালেন,”কলকাতায় এবং গোটা দেশে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের নাম সবাই জানে। ফলে আমার কাঁধে বড় দায়িত্ব ।গত দুই বছর ক্লাবের সময় ভালো যায়নি সেটা বদলানো আমার টার্গেট থাকবে। আমি সব সময় তরুণ ফুটবলার সই করানোর ব্যাপারে আগ্রহী। আমার নজরে তরুণ ফুটবলাররাই রয়েছে। তবে ভাল বিদেশি আনাও দরকার আমাদের। ওরাই পার্থক্য গড়ে দিতে পারে। সব মিলিয়ে ভালো কিছু করতে হবে।”

দু’বছর গোকুলাম কেরালাকে আই লিগ জিততে সাহায্য করেছেন বিনো। গোকুলামের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন তিনি। এছাড়া সন্তোষ ট্রফিতে ফাইনালে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেরালা, সেই দলের কোচ ছিলেন বিনো। সন্তোষ ট্রফিতে খেলা অধিকাংশের সঙ্গেই প্রাথমিক চুক্তি করে রেখেছে ইস্টবেঙ্গল। একমাত্র বিদেশি ইভান গঞ্জালেজ। কেরালার সন্তোষ ট্রফি দলের দুই ফুটবলার জিজো জোশেফ আর টিকে জেসিনকেও নিচ্ছে ইস্টবেঙ্গল।আপাতত কলকাতা লিগ আর ডুরান্ড কাপে এরাই খেলবেন বলে খবর। আগামী ২ অগাস্ট চুক্তি পত্রে সই তারপরই শুরু হবে অনুশীলন এমনটাই খবর।