বিজেপি কাউন্সিলরের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এনএফবি, মুর্শিদাবাদঃ
বিজেপি কাউন্সিলরের বাড়িতে হামলা, অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। মুর্শিদাবাদ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ সরকারের বাড়িতে হামলার অভিযোগ।
মঙ্গলবার মধ্যরাত্রে বিজেপি কাউন্সিলরের বাড়িতে ইট পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। তারপরেই মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
বিশ্বজিৎ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাউন্সিলরকে ছাড়াই আবাস যোজনার জিও ট্রেকিং করছিল পুরসভার লোকেরা। সেই কথা সোশ্যাল মিডিয়াতে লিখে পোস্ট করেছিলেন তিনি। আর তারপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির উপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।