এনএফবি, বালুরঘাটঃ
বিজেপি কর্মী সমীর পাহান আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জেলা পুলিশ সুপার রাহুল দে।
এ দিন তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সমীরের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মঙ্গলবার বালুঘাট ফরেস্টে ঝুলন্ত অবস্থায় স্থানীয় বিজেপি নেতা সমীর পাহানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনামাফিক খুনের অভিযোগ করা হয়েছে।
পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মৃত্যুর ঘটনায় সরাসরি খুনের অভিযোগ করে টুইট করেছেন।