এনএফবি, কলকাতাঃ
সম্প্রতি যুব সমাজকে মুখ্যমন্ত্রীর দেওয়া বার্তার প্রতিবাদে আজ বিধান সভার সামনে হাঁক ডাক করে চা, ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করতে দেখা গেল বিজেপি বিধায়কদের ৷
খড়্গপুরের এক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে, এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি আর কিছু মাটির ভাড় কিনতে, সঙ্গে কিছু বিস্কুট নিতে , আস্তে আস্তে বাড়বে ৷ তাঁর কথায় প্রথম সপ্তাহে বিস্কুট, পরের সপ্তাহে মাকে বলে একটু ঘুগনি তৈরি করে নিতে হবে ৷ তার পরের সপ্তাহে একটু তেলে ভাজা, একটা টুল আর টেবিল নিয়ে বসে পড়লেই হবে ৷ এই তো সামনে পুজো আসছে , দিয়ে কুলোনো যাবেনা ৷ এতো বিক্রি আছে ৷
মুখ্যমন্ত্রীর এই পরামর্শের তীব্র সমালোচনা করে বিজেপি ৷ তাদের অভিযোগ, দিদির আত্মীয়রা কোটি কোটি টাকার মালিক হবে আর রাজ্যের শিক্ষিত যুব সমাজ কর্ম সংস্থানের নামে ফুটপাথে বসে ঝালমুড়ি, চা, ঘুগনি বিক্রি করবে ৷ আজ বিজেপির প্রতিবাদ কর্মসুচিতে বিধায়কদের গলায় ঝোলানো ছিল কালো প্ল্যাকার্ড ৷ তাতে লেখা ছিল , ” আমার খোকা লুটবে বঙ্গ , করবে দেদার চুরি/ তোমার খোকা বেঁচবে পুজোয় ঘুগনি- ঝালমুড়ি”
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
— All India Radio News, kolkata (@airnews_kolkata) September 22, 2022
মুখ্যমন্ত্রীর ঝালমুড়ি মন্তব্যের প্রতিবাদে বিজেপির পরিষদীয় দলের সদস্যরা আজ বিধানসভার বাইরে প্রতীকী ভাবে ঝালমুড়ি, ঘুগনি ও চা বিক্রি করেন। pic.twitter.com/NESRTwCV4b