ফিচাররাজ্য

বন্দে ভারতকে শহীদ করে ভোট রাজনীতি করার চেষ্টা বিজেপিরঃ উদয়ন

এনএফবি, কোচবিহারঃ

পশ্চিমবঙ্গ নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। বৃহস্পতিবার এমনটাই জানাল পূর্ব রেল। গত দু’দিনে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এ বার সেই পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করল রেল।

রেলের দাবি, হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেনের রেকে লাগানো সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন,পাথর পশ্চিমবঙ্গ থেকে ছোড়া হয়েছে। তবে রেলের তরফে নিশ্চিত করা হয়েছে,এই পাথর বাংলা থেকে নয়, ছোড়া হয়েছিল বিহার থেকে।

এদিন এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, যে কোনো ট্রেনে ঢিল ছোড়া অন্যায়। মানুষ হয়তো ক্ষোভে দুঃখে রাগে হয়তো এটা করছে। ফুটেজ আমি ভুয়ো বলছি না, কারা করেছে সেটাও তোকে জানে না। শহীদ বিতর্ক নিয়ে বা শহীদদের নিয়ে ভোটের রাজনীতি করা যায়, এটাও নাকি বন্দে ভারত এক্সপ্রেসকে শহীদ করে দিয়ে এটাকেও নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি।

YouTube player