ফিচাররাজ্য

পদ্ম শিবিরের আবেদন খারিজ আদালতে, নির্ধারিত দিনেই কলকাতা পুরভোট

এনএফবি, কলকাতাঃ

কলকাতা পুরভোট নিয়ে আদালতের রায়ে ধাক্কা খেল পদ্ম শিবির। বিজেপির স্থগিতাদেশ এর আবেদন খারিজ করে আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, কলকাতা পুরভোটে আপাতত কোনও স্থগিতাদেশ নয়। অন্যদিকে পিছিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানি।

আজকের এই রায়ে রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর নির্বাচন করতে আর কোনও বাধা থাকল না।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করেন। একই সাথে, আদালত বাকি ১১১টি পুরসভাগুলিতে দ্রুত এবং যত কম দফায় সম্ভব নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে। এই বিষয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে আদালত। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে বকেয়া পুরসভাগুলির নির্বাচন নির্ঘন্ট আদালতকে জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ ডিসেম্বরই।

উল্লেখ্য, বিজেপি একসাথে বকেয়া সমস্ত পুরভোট করানোর আবেদন জানিয়ে আদালতে জনস্বার্থে মামলা দায়ের করেছিল। তাদের দাবি ছিল একদিনে পুরভোট করতে হবে, ইভিএমের সাথে ভিভিপ্যাটও রাখতে হবে।