জেলা

শুভেন্দুর নন্দীগ্রামে ভাঙন বিজেপি’র

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ছিল হাই ভোল্টেজ। ওই নির্বাচন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেই বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে বড়সড় ধাক্কা খেল বিজেপি। এলাকায় দাপুটে বিজেপি নেতা শঙ্কর দাসের নেতৃত্বে শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যদিও দলবদল নিয়ে বিজেপি নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


জানা গেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যোগদান কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার এলাকার দাপুটে বিজেপি নেতা শঙ্কর দাসের নেতৃত্বে প্রায় শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান।

আরও পড়ুনঃ শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি সুপ্রকাশের