দেশে প্রথমবার পুরুষদের পিছনে ফেলে এগিয়ে মহিলারাঃ সমীক্ষা রিপোর্ট

প্রতীকী চিত্র

এনএফবি, নিউজ ডেস্কঃ

সম্প্রতি প্রকাশিত ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট অনুযায়ী স্বাধীনতা পরবর্তী ভারতে এই প্রথমবার জন সংখ্যার বিচারে পুরুষদের পিছনে ফেলে এগিয়ে মহিলারা। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই অনুপাতটি হল প্রতি ১ হাজার পুরুষঃ ১ হাজার ২০ জন মহিলা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবার এনএফএইচ-এর এই সমীক্ষা করা হয়েছিল। ২০১৫-১৬ সালের সেই রিপোর্টে অনুপাতটি ছিল প্রতি ১ হাজার পুরুষঃ ৯৯১ জন মহিলা। জন্মের নিরিখে দেখা গেছে, ২০১৫ সালে ভূমিষ্ঠ হওয়া প্রতি ১ হাজার পুরুষ শিশুর অনুপাতে নারী শিশুর সংখ্যা ৯১৯, তুলনামূলক বিচারে ২০২১ সালে উল্লেখযোগ্য ভাবে সেই অনুপাত বৃদ্ধি পেয়েছে। হিসাব অনুযায়ী এই বছর ভূমিষ্ঠ হওয়া প্রতি ১ হাজার পুরুষ শিশুর অনুপাতে নারী শিশুর সংখ্যা ৯২৯ জন।