এনএফবি, নিউজ ডেস্কঃ
বহিষ্কৃত রাজ্যসভার সাংসদদের পাশে দাঁড়িয়ে সংসদ টিভির শো সঞ্চালনা করবেন না বলে ঘোষণা করলেন শশী থারুর। গতকাল রাজ্যসভার বহিষ্কৃত সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে সংসদ টিভির ‘মেরি কাহিনি’ শো সঞ্চালনা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। আজ সেই একই পথে সহকর্মীদের সাসপেন্সের বিরোধিতা করলেন শশী। এদিন এক বিবৃতিতে কংগ্রেস সাংসদ জানান, “ সংসদ টিভিতে অনুষ্ঠান সঞ্চালনার কাজ চালিয়ে যাওয়া নিয়ে আমি উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে শো সঞ্চালনা করলে আমাকে অগণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে জড়িত হিসাবে দেখা হবে।“
সংসদ টিভিকে ‘সমস্যার অংশ’ বলে কটাক্ষ করতে এদিন ছাড়েননি থারুর। বিরোধীদের উপেক্ষা করে ট্রেজারি বেঞ্চের সদস্যদের উপরেই সংসদ টিভির ক্যামেরার ফোকাস থাকে বলে অভিযোগ তাঁর।
বিবৃতিতে তিনি এদিন বলেছেন,” রাজ্যসভার ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি মহিলা সাংসদদের সমগ্র অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হল। আমি বিশ্বাস করি, দেশের মানুষের জন্য আওয়াজ তোলা ওই সাংসদদের পাশে দাঁড়ানো উচিৎ আমারও। তাঁদের হয়ে কথা বলা উচিত।“
উল্লেখ্য বাদল অধিবেশনের শেষ দিনে অশালীন আচরনের অভিযোগে সমগ্র শীতকালীন অধিবেশনে একসঙ্গে রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।
— Shashi Tharoor (@ShashiTharoor) December 6, 2021