এনএফবি, নিউজ ডেস্কঃ
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সাথে সুনামির আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অবস্থানগত কারণে সামান্যতম শক্তির হেরফেরে দক্ষিণ এশিয়ার এই দেশে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা থেকেই যায়।
সংবাদ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে আচমকাই কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের প্রাবল্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মওমেরে শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মাটির ১৮.৫ কিলোমিটার গভীরে। এই পরিস্থিতিতে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ওই উৎসস্থলের ১ হাজার কিলোমিটার উপকূল জুড়ে সুনামির বিপজ্জনক ঢেউয়ের দেখা মিলতে পারে।
ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে, যেখানে এমনিতেই জিওটেকটনিক শক্তির প্রাবল্য রয়েছে। শুধু তাই নয়। ইন্দোনেশিয়ার বিস্তার দুটি মহাদেশীয় পাত (ইউরেশিয়ান এবং অস্ট্রেলিয়ান প্লেট) এবং দুটি মহাসাগরীয়(ফিলিপিন্স সি ও প্যাসিফিক প্লেট) এর মধ্যবর্তী অংশে। কিন্তু ইউরেশিয়ান পাতের নিচে ভারত মহাসাগরীয় পাতের ক্রমাগত সরণ ও নিমজ্জিত হওয়ার ফলে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায় পরিণত হয়েছে ইন্দোনেশিয়া।
গোটা প্রশান্ত মহাসাগরীয় মেখলা অঞ্চলে সবথেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে এ দেশেই। এককথায় বলা যায় এদেশ কার্যতই বসে রয়েছে এক তপ্ত আগ্নেয় উনুনের উপর।
#Pemutakhiran,Peringatan Dini Tsunami di NTT, Gempa Mag:7.4, 14-Dec-21 10:20:23WIB, Lok:7.59LS,122.24BT,Kdlmn:10Km#BMKG pic.twitter.com/sdaPzKW5Nr
— BMKG (@infoBMKG) December 14, 2021