এনএফবি, নিউজ ডেস্কঃ
রাজ্যে করোনা বিধি নিষেধের মেয়াদ বাড়ল আরও একমাস। বুধবার নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধ থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে ২৫ ডিসেম্বর এবং বড়দিন এবং ১ জানুয়ারি নববর্ষে উৎসবের কথা চিন্তা করে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। সেইসঙ্গে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বার, রেস্তোরাঁ প্রভৃতি বন্ধের সময়ও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বাকি দিনগুলোতে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত আগের মতোই বিধিনিষেধ কার্যকর থাকবে।