এনএফবি, নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী তুলনামূলক বিচারে গতকালের চেয়ে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৩৪৩ জন রোগীর। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৪৫ জন। গতকাল পর্যন্ত দেশে মোট টিকাকরণ ১৩৫ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ৯৮৬ জনের।
India reports 7,974 new #COVID19 cases, 7,948 recoveries, and 343 deaths in the last 24 hours.
— ANI (@ANI) December 16, 2021
Active cases: 87,245
Total recoveries: 3,41,54,879
Death toll: 4,76,478
Total Vaccination: 1,35,25,36,986 pic.twitter.com/ZfVAKcK6dN