সাহিত্য পত্রিকার লিপি বন্ধন উন্মোচন

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার দুপুরে গড়বেতা সাহিত্য সংসদের সাহিত্য পত্রিকা ‘গনগনি’- র লিপি বন্ধন উন্মোচন হলো গড়বেতার একটি বেসরকারি আবাসনে। এ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক সুভাষ চট্টোপাধ্যায়। এছাড়াও নিমাই বন্দ্যোপাধ্যায়, অসীম ওঝা, সেবাব্রত ঘোষ, শ্যামল মহাপাত্র, জয় রায়, মহাদেব মণ্ডল, শ্যামল বাজপেয়ী, বিমল রায়-সহ আরও অনেক বিশিষ্ট কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

YouTube player