সঞ্চারী সাহা, এনএফবিঃ
নতুন লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে শনিবার নিউটাউনে অনুষ্ঠিত হল ‘এসো লিখতে শিখি’নামক একদিনের সাহিত্য কর্মশালা ৷ নিউটাউন রাইটার্স ফোরাম ‘স্লেট পেন্সিল’ এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় ৷ ‘স্বপ্নভোর’ প্রবীণ উদ্যানে দুপুর ২ টোয় এই কর্মশালার উদ্বোধন করেন স্বপ্নভোর গ্রন্থাগারের মুখ্য পরিচালক শ্রী প্রশান্ত মাজি ৷
এই কর্মশালার অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সাহিত্যিক শ্রী সৌভিক দাস এবং শ্রী সুবর্ণ বসু ৷ এই দুই জনপ্রিয় সাহিত্যিক তাঁদের বাস্তব অভিজ্ঞতার নিরিখে কর্মশালায় যোগদানকারী শিক্ষানবিশ সাহিত্যিকদের বাংলা রচনাশৈলী সম্পর্কে সুনির্দিষ্ট মতামত প্রদান করেন। কিভাবে অনুগল্প, উপন্যাস ,প্রবন্ধ নিবন্ধের গঠনশৈলী, প্লট নির্মাণ ও ভাষা বিন্যাস করতে হয় সে বিষয়েও তারা পরীক্ষা মূলক ভাবে শিক্ষাদানের চেষ্টা করেন ৷
শুধু তাই নয়, আজকের এই কর্মশালায় নবীন সাহিত্যিক পল্লবী পালের ‘চোরাই সুখের ঘ্রাণ’ বইটিরও উদ্বোধন করা হয় ৷ নতুন সাহিত্যিকদের উৎসাহিত করার লক্ষ্যে এই ধরণের কর্মশালার বাস্তবায়ন প্রশংসার দাবি রাখে ৷