জুলাই 27, 2024
Latest:
ফিচাররাজ্য

ফের দুর্নীতির অভিযোগ! এসএসসি-কে ৩৫০ গ্রুপ-সি কর্মীর বেতন বন্ধের নির্দেশ আদালতের

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

নিয়োগ দুর্নীতির অভিযোগে নাজেহাল এসএসসি। গ্রুপ-ডি কর্মী নিয়োগে আদালতে দুর্নীতির মামলার পাশাপাশি আজ গ্রুপ-সি কর্মী নিয়োগেও অস্বচ্ছতার অভিযোগ। অভিযোগের স্বপক্ষে মামলাকারীর জমা করা বিস্তারিত রিপোর্ট খতিয়ে দেখে আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ভুয়ো কর্মীদের বেতন বন্ধের নির্দেশ দিল।

অভিযোগকারী কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছিলেন, এসএসসি-র গ্রুপ-সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাকারীর পক্ষ থেকে ভুয়ো নিয়োগের সমস্ত নথি চেয়ে পাঠিয়েছিল আদালত। ওই রিপোর্ট বৃহস্পতিবার আদালতে জমা পড়েছে। এসএসসিকে ওই রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, রিপোর্ট খতিয়ে দেখে অবিলম্বে অভিযুক্ত তৃতীয় শ্রেণির কর্মীদের বেতন বন্ধ করতে হবে এসএসসি-কে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রুপ-ডি পদেও অস্বচ্ছ নিয়োগের অভিযোগ উঠেছে। মামলাকারীর রিপোর্টের ভিত্তিতে ৫৪২ জন অভিযুক্ত কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। পাশাপাশি ভুয়ো নিয়োগ নিয়ে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়।