১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট সময়ে আবেগপ্রবণ রোহিত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামছে ভারত। নেতৃত্বের দায়িত্বে রোহিত শর্মা। সেই ম্যাচে নামার এক সপ্তাহ আগেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন দ্য হিটম্যান। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করলেন রোহিত শর্মা। এমন অনুভূতি খুব কম ক্রিকেটারই পায়। রোহিত শর্মা তাদের মধ্যেই একজন। ২০০৭ সালের এই দিনেই ভারতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেেছিলেন তরুণ রোহিত শর্মা। এরপর নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই টানা ১৫টা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোহিত শর্মা।

ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। সেই হিটম্যান ১৫ বছর পূর্ণ করার পর খানিকটা হলেও যেন আবেগতাড়িত। আবেগতাড়িত হওয়াটাই বোধহয় স্বাভাবিক। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ভারত। সূচীর থেকে একদিন এগিয়ে গিয়েছে প্রস্তুতি ম্যাচ। সেই দিনই আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলেন রোহিত শর্মা। সোশ্যাল সাইটে আবেগতাড়িত বার্তাও দিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করার অনুভূতিটা তাঁর কাছে অন্যতম তিনি। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা লিখেছেন, “আজ দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করব আমি। একটা অসাধারণ অভিযান এটা। আমার সারাটা জীবনে এই মুহূর্তটা সবসময়ই উপভোগ্য হয়ে থাকবে”।

একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত শর্মা। তিনি আরও লিখেছেন, “আমার এই যাত্রায় যাদেরকে পাশে পেয়েছি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষকরে যাদের সাহায্যে আমি এমন একজন ক্রিকেটার হয়ে উঠেছি, তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সমস্ত ক্রিকেট ভক্ত, সমর্থক এবং সমালোচকদের জন্যই আজ আমরা সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পেরেছি।”