জুলাই 8, 2024
Latest:
আন্তর্জাতিকলেটেস্ট

ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া

এনএফবি, নিউজ ডেস্কঃ

যুদ্ধবিধবস্থ ইউক্রেন থেকে প্রাণ বাঁচিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে কিয়েভ থেকে পোল্যান্ড যেতে গিয়ে গুলিবিদ্ধ হলেন আরও এক ভারতীয় পড়ুয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-কে এই দুঃসংবাদ দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং।

জেনারেল সিং জানিয়েছেন, “ আমি আজ খবর পেলাম কিয়েভ থেকে আসার পথে আরও ভারতীয় গুলিবিদ্ধ হয়েছে। মাঝ রাস্তা থেকে তাঁকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার হাসপাতালেই ভর্তি আছেন তিনি। আমারা চেষ্টা করছি যতটা সম্ভব কম ক্ষতি করে সবাইকে উদ্ধার করার।“

ভারত সরকারের পক্ষ থেকে পূর্বেই আটকে থাকা ভারতীয়দের যেভাবেই হোক কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে শহর ছেড়ে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় ওই পড়ুয়া। কিন্তু মাঝপথেই তাঁকে গুলিবিদ্ধ হতে হয়।

আরও পড়ুনঃ কিয়েভে রেড অ্যালার্ট জারি, দেশ ছেড়েছে ১০ লক্ষ ইউক্রেনীয়

ইউক্রেনে আটকে এখনও বেশ কিছু ভারতীয়। অপারেশন গঙ্গা (Operation Ganga)-র মাধ্যমে ফিরিয়ে আনা হলেও এখনও কয়েক হাজার পড়ুয়া সেখানে আটকে। যদিও সরকারের দাবি ৮০ শতাংশের বেশি ভারতীয় ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছে। ইতিমধ্যে রুশ বোমায় মৃত্যু হয়েছে এক পড়ুয়ার, আরও একজনের প্রাণ গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এবার আরও একজন গুলিবিদ্ধ হলেন।