অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
স্বীকৃতি পাচ্ছে মোহনবাগান সমর্থকদের দাবি। পরের মরশুমের আই এস এলে আর থাকছে না এটিকে নাম। এর কারণ আর কিছুই নয়। এবারেই আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি চান নিজের গ্রুপের অধীনস্থ সমস্ত খেলাধুলা-ই একটি অভিন্ন ব্যানারে থাকুক। আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির নামকরণ হবে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেডের নামে। একইভাবে ফুটবল মাঠেও মোহনবাগানের আগে বসবে আরপিএসজি। উঠে যাবে এটিকে। একপ্রকার স্বীকৃতি পেলো বাগান সমর্থকদের দাবি। কোনো ফুটবল দলের নাম তাঁদের সঙ্গে থাকলো না। কোম্পানির নাম হিসেবে অনেক প্রতিষ্ঠান আগেও ছিল, ফলে বাগানের একাংশ সমর্থকদের বিক্ষোভ কিছুটা কমবে সেটা বলাই যায়।