জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

প্রফুল্লর শুভেচ্ছা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এএফসি মহিলা এশিয়ান কাপে নামার আগে ভারতীয় দলকে চাঙ্গা করলেন ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল। এদিন তিনি জানান,”চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে চাই আমি। দেশের মাটিতে এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজন করছি আমরা। এর থেকে খুশির মুহূর্ত আমাদের কাছে আর হতে পারে না।আমরা সকলেই প্রার্থনা করি যাতে তোমরা ভাল খেলতে পারো এবং আশা করি তোমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। আমরা তোমাদের আর্থিকভাবে পুরস্কৃত করব যদি এমনটা করতে পারো। তোমরা যদি এমনটা করতে পারো তা হলে সেটা আমাদের প্রত্যেকের জন্য গর্বের মুহূর্ত হবে।”

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজের সব ম্যাচ পেল ইডেন

প্রথম ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে ভারতের মেয়েরা নামার আগে তাঁদের মনোবল বাড়াতে প্রফুল্ল প্যাটেল বলেন, “ইরান ভাল দল, কিন্তু তোমরা ওদের অতীতে হারিয়েছ। তোমাদের শুধু আত্মবিশ্বাসী হতে হবে। আমি নিশ্চিত তোমরা নিজেদের একশো শতাংশ দেবে ইরানের বিরুদ্ধে। মহিলা এশিয়ান কাপের জন্য আমরা তোমাদের সেরা ট্রেনিং এবং পরিচিতি দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেছি।”এ দিনের সৌজন্য সাক্ষাতে প্রফুল্ল আরও বলেন, “গোটা দেশ গ্যালারিতে উপস্থিত থেকে তোমাদের দেখতে চেয়েছিল কিন্তু পরিস্থিতির কারণে তারা প্রত্যেকে তোমাদের খেলা দেখার জন্য নজর রাখবে টিভি’র পর্দায়। আমি নিজে অবশ্য উপস্থিত থাকব তোমাদের উৎসাহ দিতে।” ভারতের মেয়েদের সামনে একটা বড়সড় ইতিহাস গড়ার সুযোগ একেবারে স্পষ্ট। যে সুযোগ কাজে লাগানোর জন্য এ বার যথেষ্ট ভাল প্রস্তুতি নিয়েছে তারা। এই প্রস্তুতির মূল পর্ব ছিল ছ’টি দেশে গিয়ে তাদের জাতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা। ভেনেজুয়েলা, চিলি ও ব্রাজিলের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স খারাপ হয়নি ঠিকই। কিন্তু দেশের মাঠে ক্লাব ফুটবলে বেশি ম্যাচ না খেলাটা এই দলের ফুটবলারদের বড় সমস্যা হয়ে উঠতে পারে। সম্প্রতি ২৩ জনের দল ঘোষণা করেছে ভারত। এই দলে গত মাসে ঢাকায় অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ ভারতীয় দলের চার সদস্যাও জায়গা পেয়েছেন। এরা হলেন ডিফেন্ডার হেমাম সিল্কি দেবী, ফরোয়ার্ড মারিয়াম্মল বালামুরুগন ও সুমতি কুমারী এবং ডিফেন্ডার নাওরেম প্রিয়াঙ্কা দেবী। যদিও ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, তবে আশালতা দেবীকে হয়তো নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হবে। কোচিতে যে ২৭জনকে নিয়ে প্রস্তুতি শিবির করা হয়েছিল, তার মধ্যে ২৩জনকে নিয়ে এশিয়ান কাপের দল গড়া হয়েছে।

আরও পড়ুনঃ জনবহুল এলাকায় চুল্লি, প্রতিবাদ থেকে হাতাহাতি চন্দ্রকোনায়