জুলাই 3, 2024
Latest:
দেশফিচার

রক্ত পরিষেবা যুক্ত হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

রক্ত পরিষেবা সরাসরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে যুক্ত হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে। এখন থেকে রক্ত পরিষেবা সংক্রান্ত চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস-ই (DGHS)।
উল্লেখ্য এত দিন পর্যন্ত রক্ত সংক্রান্ত জাতীয় নীতি বা পদক্ষেপ স্থির করত জাতীয় এইডস নিয়ন্ত্রণ পর্ষদ বা ন্যাকো এবং রাজ্যস্তরে রাজ্য এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সমিতি বা স্যাকস।