জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রোহিতের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করবেন বুমরাহই

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে, এবং গত বছরে কোভিডের কারণে স্থগিত পঞ্চম টেস্টটি দিয়ে শুরু হবে সফর। বার্মিংহ্যামের এজব্যাস্টনে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে ১লা জুলাই, শুক্রবার। ২০২১-এ খেলা চারটি টেস্টে ভারত আধিপত্য দেখিয়েছিল এবং সিরিজ থেমে যাওয়ার আগে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। তাই, ট্রফি জিততে সফরকারীদের শুধু পরাজয় এড়াতে হবে, যেখানে থ্রি লায়ন্স চাইবে ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা আনতে।

ইতিমধ্যেই এজব্যাস্টন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। কপিল দেবের পর এই প্রথম কোনও পেস বোলার ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন। তবে রোহিতের বদলি হিসাবে কে ইনিংস ওপেন করবেন তা জানা যায়নি। পাল্লা ভারী মায়াঙ্ক আগরওয়ালের দিকে। জানা গিয়েছে, ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে রোহিতের ফের কোভিড পরীক্ষা হয়েছিল। যার ফল পজিটিভ এসেছে। এর আগে বুধবারও কোভিড পরীক্ষায় পজিটিভ এসেছিল রোহিতের।

উভয় শিবিরেই স্কোয়াড এবং কোচিং টিমে কিছু বড় পরিবর্তন এসেছে। গতবারে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী। এবার, রোহিত শর্মা দলের মনোনীত অধিনায়ক এবং রাহুল দ্রাবিড় প্রধান কোচ। যদিও রোহিত কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জো রুট এবং কোচ ছিলেন ক্রিস সিলভারউড। এবার, অধিনায়ক বেন স্টোকস এবং প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাম্প্রতিক নিয়োগের ফলে ইংল্যান্ডকে নতুন চেহারায় দেখা যাচ্ছে। ইংল্যান্ড ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর ফেভারিট হিসেবে এই ম্যাচ শুরু করবে।

পিচ রিপোর্ট

এজব্যাস্টনে সাধারণত ব্যাটিংয়ের জন্য অনুকূল পরিস্থিতি থাকে, যদিও এটা বলা যায় না বোলারদের জন্য সহায়তা থাকে না। খুব বেশী সুইং না থাকলেও পিচ থেকে বোলাররা সিম মুভমেন্ট, বাউন্স এবং টার্ন পাবেন। টসে জয়ী দল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে রান সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

কোন দলের কেমন কম্বিনেশন

ইংল্যান্ডঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের আগের টেস্টের একাদশে খুব বেশী পরিবর্তন আনার কথা ভাববে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে বিশ্রাম পাওয়ার পর জেমস অ্যান্ডারসনকে একাদশে দেখা যেতে পারে জেমি ওভারটনের পরিবর্তে এবং এই একটি পরিবর্তন ছাড়া আরও একটি বাধ্যতামূলক পরিবর্তন হতে পারে। উইকেটকিপার-ব্যাটার বেন ফোকস কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে, সেক্ষেত্রে তাঁর জায়গায় খেলবেন স্যাম বিলিংস।

সম্ভাব্য একাদশঃ অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস/স্যাম বিলিংস (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

ভারতঃ

রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় এবং ওপেনার কেএল রাহুল চোট পাওয়ায় ভারতীয় দলের কম্বিনেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিতের বাদ পড়া এখনও নিশ্চিত না হলেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। নেতৃত্বের দায়িত্ব সামলাবেন পেস তারকা জসপ্রিত বুমরাহ্‌। চার পেসার খেলানোর সম্ভাবনাই বেশী। সেক্ষেত্রে মহম্মদ সিরাজ ও উমেশ যাদবের মধ্যে একজনকে বাছা হতে পারে।

সম্ভাব্য একাদশঃ শুবমান গিল, কেএস ভরত, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ/উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ (অধিনায়ক)