কার্যকরী কমিটির বৈঠকে গৃহীত হল সৃঞ্জয়ের পদত্যাগ পত্র

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এদিন হয়ে গেল মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মলয় ঘটক এছাড়া অর্থ সচিব দেবাশিস দত্ত-সহ অন্যরা। সৃঞ্জয় বসুর মতামতকে সম্মান দিয়ে তাঁর পদত্যাগ পত্র গৃহীত হল। আগামী বছর জানুয়ারি মাসে ক্লাবে নির্বাচন। তার আগে ক্লাব সচিবের পদ সামলাবেন সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। সৃঞ্জয় বসু এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকেও সরে গেছেন, তাঁর জায়গায় সৃঞ্জয়ের ভাই সৌমিক বসু ডিরেক্টর হবেন। অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। ক্লাবের যেকোনো সমস্যায় ওঁকে সামনে পাবো এটা জানি।