এনএফবি, মুর্শিদাবাদঃ
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার কীর্তনীও পাড়া এলাকায় তল্লাশি চালায় জলঙ্গি থানার পুলিশ । তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানাগেছে , ধৃত ব্যক্তির নাম রিন্টু শেখ, বাড়ি জলঙ্গি থানার কীর্তনীও পাড়া এলাকায়। ধৃত ব্যক্তিকে শনিবার জেলা আদালতে তোলা হলে বিচারপতির কাছে পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় জলঙ্গি থানার পুলিশ।
গাঁজাচক্রে কারা কারা জড়িত আছে তারও তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।