জুলাই 27, 2024
Latest:
স্থানীয়

মেখলিগঞ্জে ধৃত গরু পাচারকারী

এনএফবি, কোচবিহারঃ

সীমান্তে গরু পাচার করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের অন্তর্গত জামালদহ সীমান্তের সর্দার পাড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশ কে , খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং সেখান থেকে ওই পাচারকারী ব্যক্তিকে উদ্ধার করে মেখলিগঞ্জের জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তার প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত ওই পাচারকারী ব্যক্তি জানিয়েছেন, সীমান্তে গরু পাচার করার সময় বিএসএফ তাকে তাড়া করেছিল ৷ বেশ কয়েকজন মিলে গরু পাচারের চেষ্টা করেছিল তখন তারা সকলে বিএসএফের তাড়া খায় ৷

যদিও ওই পাচারকারী স্পষ্ট ভাবে কোন কিছু বলছে না। তবে বিএসএফ গুলি চালিয়েছে না লাঠিপেটা করেছে তা স্পষ্ট বলতে পারছে না। তবে এই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।