এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন শনিবার। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারকে এক হাত নিলেন অধীরবাবু। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠক থেকে লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, রাজ্য ও রাজ্যপালের সংঘাত প্রসঙ্গে প্রশ্নও তোলেন। পাশাপাশি, পুরসভা নির্বাচনে সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভাবে যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয় নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।