এনএফবি, মুর্শিদাবাদঃ
মদ খেয়ে অশোভন আচরণের প্রতিবাদ করায়, মদ্যপ যুবকদের হাতে আহত হলেন মহিলা সহ বেশ কয়েকজন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গীর্জাপাড়া এলাকায়। সূত্রের খবর, সোমবার রাত্রে বহরমপুর থানার গীর্জাপাড়া এলাকায় বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় এলাকায় অশান্তির সৃষ্টি করে। খারাপ ভাষা ব্যবহার করে গালাগালিও শুরু করে। গালাগালি শুনে এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তার প্রতিবাদ করে। মহিলাদের প্রতিবাদের পর মদ্যপ যুবকরা সেই সময় এলাকা থেকে চলে গেলেও কিছুক্ষণ পরেই ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে এসে এলাকার মানুষ ও মহিলাদের উপর আক্রমণ চালায়। হামলা চালানো হয় প্রতিবাদী মহিলাদের বাড়িতেও। বাড়ির দরজা জানালা ভেঙে ফেলে মদ্যপ যুবকরা। বাড়িতে থাকা একটি টোটো গাড়িও ভেঙে দেয় ওই যুবকের দল। ঘটনায় আহত হয় এক মহিলা সহ বেশ কয়েকজন এলাকাবাসী। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সকালবেলায় আহতদের বাড়ি যান বহরমপুর বিধানসভার বিধায়ক কাঞ্চন মৈত্র। তিনি বলেন, এই রকম ঘটনা বহরমপুর শহরে এর আগে কখনও ঘটেনি।