আইপিএল অনুশীলনে নেমে পড়লেন ধোনি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বয়স চল্লিশ পেরিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই বছর হল। আইপিএল (IPL) কেরিয়ারও শেষের পথে। কেরিয়ারের তিনটে আইসিসি (ICC) ট্রফি, চারটে আইপিএল (IPL) থাকলেও মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট সাধনাকে কেউ নাড়াতে পারেননি। শনিবার থেকে শুরু দুই দিনের আইপিএল (IPL) নিলাম বসবে বেঙ্গালুরুতে। তার আগে অনুশীলন শুরু করে দিলেন মাহি।

এদিন নিজের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের জার্সি পরে অনেকক্ষণ অনুশীলন করলেন মাহি। নেটে ধোনিকে দেখা গেল চেনা ছন্দে। এমনটা নয় যে, নিলামে দল গুছিয়ে নেওয়া নিয়ে তাঁর কোনও ভাবনা-চিন্তা নেই। আসলে ধোনি বরাবর যে দল হাতে পান, তাদের কাছ থেকেই সেরাটা বার করে আনায় বিশ্বাসী। বরং দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার পর ব্যাটিং স্কিল ঝালিয়ে নেওয়াই তাঁর কাছে প্রাধান্য পায় এই মুহূর্তে। শটও খেললেন।

আরও পড়ুনঃ ফের ডিফেন্সে ভরাডুবি, ওড়িশা ম্যাচে হার এসসি ইস্টবেঙ্গলের

এবছর ধোনি ব্যক্তিগতভাবে আইপিএল (IPL) এ দলের স্বার্থে সিএসকেতে রিটেন হতে চাননি। কিন্তু মাহিকে দলে রাখে সিএসকে। ধোনি সহ রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়েকর, মঈন আলিকে দলে রেখেছে ইন্ডিয়া সিমেন্টস। হলুদ জার্সি গায়ে চারটে আইপিএল (IPL) ঘরে তুলেছেন ক্যাপ্টেন ধোনি। গতবার সবাইকে অবাক করে বুড়ো বয়সেও দলকে আইপিএল (IPL) ট্রফি দেন মাহি। সম্ভবত এটাই শেষ IPL হতে চলেছে ক্যাপ্টেন কুলের।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা মিলামের আসর। মঙ্গলবারই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে, নিলাম শুরু হবে বেলা ১১টা থেকে। নিলাম থেকে সর্বোচ্চ ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে চেন্নাই। ৭ জনের বেশি বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে না তারা। সুতরাং, সর্বোচ্চ ১৪ জন ভারতীয় ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে সিএসকে। তাদের হাতে রয়েছে ৪৮ কোটি টাকা।