বিদায় নিয়ে বোমা ফাটালেন দিয়াজ

ম্যানুয়াল দিয়াজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এস সি ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে গিয়ে বোমা ফাটালেন ম্যানুয়াল দিয়াজ। তিনি বলেন,”এটা পুরোপুরি বিপর্যয়ের হয়ে থাকল। ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃস্বপ্নের অভিজ্ঞতা এটা। আইএসএল খেলার মত পরিকাঠামোই নেই ইস্টবেঙ্গলের। এমন টুর্নামেন্টে নামার মতো কি এই দল? হয়তো ভবিষ্যতে আবারও কোচিং করাতে আসব ভারতে। তবে প্ৰথম অভিজ্ঞতা মোটেই ভাল হল না।” টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই দায়িত্ব নিয়েছিলেন। ভারতে এসেই দলের খেলা দেখে তিনি আগে থেকেই বুঝেছিলেন যে এই দলের গুণগত মান খুবই নিম্ন এবং এই দল নিয়ে বাকি আইএসএলের দলের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। প্রসঙ্গত ক্লাব ও ইনভেস্টরের ঝামেলায় অনেক দেরিতে দল গঠন হয় লাল হলুদে। এ টি কের মোহনবাগানের সদ্য বিদায় নেওয়া কোচ আন্টেনিও লোপেজ হাবাসকে কোচ করতে পারে এস সি ইস্টবেঙ্গল, এমনটাই খবর।