এনএফবি, শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছ এলাকা থেকে উদ্ধার করা হল বিস্ফোরক সামগ্রী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে যে, স্থানীয় বেশ কয়েকজন যুবক প্রতিদিনের মতো এদিন ওই এলাকায় বসে ছিল। হঠাৎই তারা বিস্ফোরক দেখতে পায় । খবর দেওয়া হয় মহানন্দা বিওপির বিএসএফ আধিকারিককে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফ জওয়ানরা। এরপর বিএসএফ জওয়ানরা সেটিকে হ্যান্ডগ্রেনেড বলে দাবি করে এবং রাতে সীমান্তের টহলদারি দেওয়ার সময় সেটি জওয়ানের কাছ থেকেই পড়ে গিয়েছিল বলে দাবি করা হয়। এরপর সেটি উদ্ধার করে নিয়ে যায়।
এই বিষয়ে স্থানীয়রা বলেন যে, এই বিষয়ে জওয়ানদের আরও বেশি সতর্ক থাকতে হবে, নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপরদিকে এই বিষয়ে বিএসএফের আধিকারিকদের সাথে কথা বলতে গেলে তারা কোন কিছু বলেননি এ বিষয়ে।