এনএফবি, নিউজ ডেস্কঃ
ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে বৃত্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত এবং ওয়েস্টবেঙ্গল মাইনোরিটিজ ডেভলপমেন্ট অ্যাণ্ড ফাইন্যান্স কর্পোরেশন (WBMDFC) পরিচালিত ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রদত্ত চার ধরনের বৃত্তির জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার। আবেদনের মেয়াদ একমাস বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
যদিও প্রি-ম্যাট্রিক এ আবেদন করার শেষ সময় ১৫ ডিসেম্বরই আছে।
উল্লেখ্য, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য প্রদান করা হয়ে থাকে। মুসলিম, খৃস্টান, শিখ, বৌদ্ধ, জৈন-সহ তালিকাভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য লাভ করে থাকে। ২০২০-২১ অর্থবর্ষে প্রায় ৪০ লাখ পড়ুয়া এই প্রকল্পের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করে ,সেই সংখ্যাটি এই বছর এখনও পর্যন্ত প্রায় ৫৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।