জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রাহুলের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন গম্ভীরের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রথম ওয়ান ডে তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের পরে ভারতীয় বোলারদের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। এদিন গম্ভীর জানান,”আমার মনে হয় না ভারতীয় বোলাররা খারাপ বল করেছে। কখনও কখনও ব্যাটারদের প্রশংসা করতে হয়। আর ওদের অধিনায়ক বাভুমা দারুন ফর্মে রয়েছে এখন। তাই ওর জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়। দলের ব্যাটিং কে সামনে থেকে নেতৃত্ব দিল ডি কক, মার্করাম, মিলারডু সেনের মত,বড়ো নাম থাকতেও কোনো ভয়ই পেলো না।” এরপরে রাহুলের ফিল্ড সাজানো নিয়ে প্রশ্ন তোলেন গম্ভীর । তিনি বলেন,”আমি অ্যাটাক বেশি নিয়ে ফিল্ড সাজানো ওয়ান ডে তে পছন্দ করিনা। কিন্তু যখন চাহাল মাকরাম কে বল করল, ভেবেছিলাম হয়তো রাহুল স্লিপ বা গালি পয়েন্ট রাখবে! কিন্তু সেটা হল না। আর যখন অশ্বিন বল করছে তখন লেগ স্লিপ সরিয়ে নিয়ে লেগ গালি রাখতে কিন্তু পারতো। রাহুল বোলারদের সঙ্গে ভালো করে কথা বলে ফিল্ড সাজালে মনে হয় না দক্ষিণ আফ্রিকা এতো রান তুলত বলে।” টেম্বা বাভুমা ও ফান ডার ডাসেনের ২০০ রানের পার্টনারশিপই দক্ষিণ আফ্রিকার ভিতটা মজবুত করে দেয়। জোড়া শতরান দুই তারকার। বাভুমা করেন ১১০ রান এবং ফান ডার ডাসেন অপরাজিত থাকেন ১২৯ রানে। দক্ষিণ আফ্রিকা করে ২৯৭ রান। গম্ভীর আরও যোগ করেছেন যে ভারতের শক্তি নিহিত আছে তাদের টেস্ট দলে এবং সাদা বলের ফর্ম্যাটে তাদের এখনও বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে। প্রাক্তন ওপেনার খেলার সবচেয়ে বিশুদ্ধ ফর্ম্যাটে ভারতের বোলিংয়েরও প্রশংসা করেছেন এবং সীমিত ওভারের ফর্ম্যাটে একটি স্থির মিডল অর্ডারের জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ গ্যালারির টিকিটের দাম কমাল ফিফা