নিউ ফরাক্কা স্টেশন পরিদর্শনে রেলের জেনারেল ম্যানেজার

এনএফবি, মুর্শিদাবাদঃ

নিউ ফরাক্কা রেল স্টেশন পরিদর্শনে এলেন রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। ঘুরে দেখলেন রেলের আবাসন গুলিও। আবাসনের সামনে রয়েছে বাচ্চাদের একটি খেলার পার্ক। সেই পার্ক পরিদর্শন করলেন তিনি। কথা বললেন আবাসনে থাকা রেল কর্মীদের পরিবারের সঙ্গে, সমস্যার কথা শুনলেন। যে সকল আবাসনে সমস্যা রয়েছে, সেই সকল আবাসন গুলিকে ঠিক করে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের।

অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ফরাক্কা মডেল স্টেশন এবং একটি গুরুত্বপূর্ণ স্টেশন,এই স্টেশনের ডবল লাইনের কাজ ২০২২ এর ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে। অপরদিকে এই স্টেশনের উপরে ওঠার উচ্চতা অনেকটাই উঁচু। স্টেশনে উঠতে অনেক মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই স্টেশনে বসানো হচ্ছে লিফ্ট। অপরদিকে ফরাক্কার বিধায়কের এক প্রতিনিধি দল জেনারেল ম্যানেজার অরুণ অরোরাকে পাঁচ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন এইদিন।

অরুণ অরোরা