জুলাই 27, 2024
Latest:
ফিচারশিক্ষা ও কেরিয়ার

নবাগতদের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে গীতা পাঠ, শিবপুরে ব্রেকথ্রু সোসাইটির বিক্ষোভ

সঞ্চারী সাহা , এনএফবিঃ

শিবপুর আইআইইএসটিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ‘ইনডাকশন’ বা অন্তর্ভুক্তির ভার্চুয়াল কর্মশালায় ভগবদ্গীতা ও হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে বলে গত সোমবারই অভিযোগ উঠেছিল ৷ আজ তারই বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল ব্রেকথ্রু সাইন্স সোসাইটির সদস্য সহ একদল বিজ্ঞান মনস্ক শিক্ষাপ্রেমী মানুষ ৷

গত কয়েকদিন ধরেই আইআইইএসটি শিবপুরে প্রথম বর্ষের পড়ুয়াদের ভার্চুয়াল কর্মশালা চলছিল ৷ এই কর্মশালার চতুর্থদিন অর্থাৎ ১৮ ই ডিসেম্বরে বক্তাদের তালিকায় না থাকা এক ব্যক্তি ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ারিং বিদ্যার পরিবর্তে ভগবদ্গীতা পাঠদান সহ হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ৷ যা শুধু শিক্ষার প্রতি অবমাননা নয়, পুরোপুরি সংবিধান বিরোধী একটি পদক্ষেপ ৷ এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কোন রাজনৈতিক কাজ করা যাবেনা বলে নির্দেশ দেওয়া আছে আর সেখানেই শিক্ষার গৈরিকীকরণের চেষ্টার অভিযোগে সরব হয়েছে একদল শিক্ষক সহ ছাত্র-ছাত্রী মহল ৷

ব্যাঙ্গ চিত্রে প্রতিবাদ ৷নিজস্ব চিত্র

শিক্ষার এই গৈরিকীকরণের চেষ্টার প্রতি ধিক্কার জানিয়ে গত সোমবারই ব্রেকথ্রু সাইন্স সোসাইটির পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল ৷ আর আজ বুধবার দুপুর ১২টায় আইআইইএসটি শিবপুর মেন গেটের সামনে বিক্ষোভে সামিল হয়ে ব্রেকথ্রু সাইন্স সোসাইটির সদস্যবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন ৷ ব্রেকথ্রু সাইন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ- সম্পাদক ডঃ শুভ্র প্রকাশ কাজলি জানান, বিজ্ঞান শিক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করে আইআইইএসটি- র কর্তৃপক্ষ যা করেছে , তা অত্যন্ত অন্যায় ৷ আমরা মনে করি,বৈজ্ঞানিক মানসিকতার প্রচার ও প্রসার বাদ দিয়ে আধুনিক ইঞ্জিনিয়ার তৈরি হতে পারেনা ৷ তাই পাঠক্রমে কোনভাবেই এমন ধরণের ধর্মীয় শিক্ষার প্রসার কাম্য নয় ৷ আমরা এর প্রতিবাদ করছি ৷ এবং ভবিষ্যতেও যাতে এমন ধরণের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি করছি ৷

এই প্রতিবাদ সভার বক্তব্য এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ কতটা গুরুত্ব দেন এখন সেটাই দেখার বিষয় ৷