এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার বিভিন্ন কারখানায় লাগানো হলো শ্রমিকদের সমস্যার কথা জানানোর জন্য টোল ফ্রি নম্বরের ব্যানার। কারখানায় শ্রমিকদের সমস্যার কথা জানানোর সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন তৃণমূলের রাজ্য আইএনটিটিইউসি সভাপতি। কারখানার শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ কিংবা শ্রমিকরা শোষিত হলে, শ্রমিকদের কোন অভিযোগ থাকলে টোল ফ্রি ৬২৯২২৬২৪৬৩ নম্বরে অভিযোগ জানাতে পারবে শ্রমিকরা।
জানা গেছে ,শ্রমিকদের অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর দিয়ে কয়েকটি ব্যানার তৈরি করা হয়। রাজ্য আইএনটিটি ইউসি সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়ের নির্দেশে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকারের উদ্যোগে জেলা কমিটির সম্মানীয় সদস্যদের কে নিয়ে, মঙ্গলবার বিকেলে হলদিয়ার কলকারখানার শ্রমিকদের সুবিধার্থে ধানসেরি, এইচপিএল, আদানি উইলমার কোম্পানির গেট গুলিতে রাজ্য কমিটির নির্দেশিত ব্যানার ফেস্টুন লাগানো হল। রাজ্য সরকারের টোল ফ্রি নম্বর ৬২৯২২৬২৪৬৩ দেওয়া ব্যানার বিভিন্ন কারখানার গেটে কিংবা জনবহুল এলাকা তে লাগানোর নির্দেশ আগেই দিয়েছেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি। বিভিন্ন কারখানার সমস্ত শ্রমিককে যাতে এই টোল ফ্রি ৬২৯২২৬২৪৬৩ নম্বর সম্পর্কে ওয়াকিবহাল হয় সেই উদ্দেশ্যে প্রচারে বের হয় পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি নির্ধারিত কমিটিবৃন্দ। নির্ধারিত ১৩ জন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কমিটির সদস্যরা হলদিয়ার কয়েকটি কারখানার সামনে অস্থায়ী ভাবে ব্যানার গুলোকে লাগান। টোল ফ্রি নম্বরে শ্রমিকরা কতটা উপকৃত হবে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
আরও পড়ুনঃ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ধনখড়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় চিঠি মুখ্যমন্ত্রীর
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে বললেন,” কোনো শ্রমিকদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে ঐ রাজ্য কমিটির নির্দেশিত ব্যানারের টোল ফ্রি ৬২৯২২৬২৪৬৩ তে জানাতে পারবেন। কারখানায় শ্রমিকদের সমস্যার কথা লিখিত ভাবে এই হোয়াটসঅ্যাপ নম্বর জানাতে পারবেন। যদিও কারখানার শ্রমিকরা যাতে সমস্যায় না পড়ে সেদিকে সর্বদা নজর রাখছি।” পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সম্পাদক সুদীপ্ত ভক্তা বলেন, “কারখানার শ্রমিকদের পাশে সর্বদা রয়েছি এবং থাকব। কারখানায় শ্রমিকদের উপর শ্রমিক সংগঠনের নজর দারির অভাব ঘটলে টোল ফ্রি নম্বর ৬২৯২২৬২৪৬৩ তে অভিযোগের সংখ্যা বাড়বে। শ্রমিক বন্ধুদের সমস্যার কথা শোনা কিংবা শ্রমিকদের পাশে থাকার আমরা চেষ্টা করব।”