জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় ভারতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এই নিয়ে টানা সাতবার জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ জয় করল ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি একটি নয়া রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখে সিরিজটা একদিনের নাকি টি-২০ ক্রিকেট, তা বোঝা বড় দায়। কারণ যে মেজাজে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত খেলল, তা দেখে মনে হতেই পারে যে ৫০ ওভারের ফরম্যাটেও বোধহয় টি-২০ মেজাজ ঢুকে পড়েছে। এটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে যে নবজাগরণের সাক্ষী থাকছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের উৎসাহও স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল।

দ্বিতীয় একদিনের ম্যাচে ৫ উইকেটে জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল এই সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছে। এবার এই সিরিজে জিম্বাবোয়েকে ভারত হোয়াইটওয়াশ করতে পারে কি না, সেইদিকেই তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। বহুদিন ক্রিকেটের বাইরে থাকার পর শনিবার ব্যাট হাতে মাঠে নামলেন কেএল রাহুল। তবে তিনি যারপরনাই ব্যাট হাতে ফ্লপ হয়েছেন। তবে এই সিরিজে নিজেকে প্রমাণ করার আরও একটা জায়গা রয়েছে রাহুলের। সিরিজের অন্তিম ম্যাচে তিনি অবশ্যই ব্যাট হাতে জ্বলে ওঠার চেষ্টা করবেন। তবে প্রথম একদিনের ম্যাচে যে দাপটের সঙ্গে ভারতীয় ক্রিকেট দল রান তাড়া করে জয়লাভ করেছিল, দ্বিতীয় ওডিআইতে তার ছিটেফোঁটাও অবশ্য দেখতে পাওয়া যায়নি। জয়ের জন্য ১৬২ রান তাড়া করতে নেমে শুরুতেই নিজের উইকেট খুইয়ে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল। এরপর ধাওয়ান এবং গিলের মধ্যে গড়ে ওঠে দুরন্ত একটা পার্টনারশিপ। কিন্তু, শিখর ফিরে যাওয়ার পরেই ঈশান কিষান এবং শুভমন গিলও একে একে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন। শনিবারের ম্যাচে ইশান কিষানকে সুযোগ দেওয়া হলেও ব্যাট করার সময় তাঁর ছন্দ একেবারেই দেখতে পাওয়া যায়নি। এরপর সঞ্জু এবং হুডার মধ্যে গড়ে ওঠা ৫৬ রানের পার্টনারশিপ ভারতীয় ক্রিকেট দলকে জয়ের সরণীতে নিয়ে আসে। হুডা শেষবেলায় আউট হয়ে গেলেও সঞ্জু বিশাল একটা ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়।