অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দলের স্বার্থে নিজের দর কমিয়ে চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনিকে পেয়ে বরাবরের মত খুশি সিএসকে শিবির। একটি ভিডিওতে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “থালা সিএসকের মূল স্তম্ভ। তিনি এমন একজন অধিনায়ক যিনি আমাদের জন্য সবটা উজাড় করে দিয়েছেন। তিনি যতবার খেলেন দল ততবারই সেরাটা পায়। আমরা একটা ব্যাপারে নিশ্চিত থালা আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি দলকে যেভাবে নিয়ন্ত্রন করেন, তাতে দল ভীষণ উপকৃত হয়। একজন অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কেউ কোনওরকম সন্দেহ করতে পারে না।“ এছাড়া রায়না, ডুপ্লেসিসদের ফের একবার নেওয়ার জন্য তারা ঝাঁপাবে জানাল সিএসকের সিইও।