এটিকে মোহনবাগানে এল পল পোগবার দাদা ফ্লোরেন্টিন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা চলে গেলেও চলতি মরশুমের দল বদলের বাজারে সবথেকে বড় চমক দিল সম্ভবত এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানে তৃতীয় বিদেশি ডিফেন্ডার হিসাবে দলে নিলো ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে

তবে পল পোগবা ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার হলেও ফ্লোরেন্টিন খেলেন গিনির জাতীয় দলে। ফ্লোরেন্টিন ফ্রান্সের একাধিক ডিভিশনের ক্লাবে খেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে তারকাকে। লিগা ওয়ানের সেডান, সেন্ট এঁটেইয়ের হয়ে খেলা সুপারস্টার গত দু মরশুম খেলছিলেন ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনে সচুকসের হয়ে। দুই মরশুম মিলিয়ে খেলেছেন ৪৮টি ম্যাচ। এবার তাঁর ঠিকানা হচ্ছে এটিকে মোহনবাগান। যদিও পোগবার দাদা ফ্রান্স নয় আফ্রিকার জাতীয় দলে গিনির হয়ে খেলেন। ২০১৩ থেকে জাতীয় স্তরে খেলছেন গিনির হয়ে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলার পাশাপাশি খেলেছেন আফ্রিকান কাপ অব নেশনসে। মাঝে জাতীয় দল থেকে কিছুদিনের জন্য বাদ পড়েছিলেন। আবার ফিরে আসেন।১৯৯০ সালের ১৯ অগস্ট জন্মগ্রহণ করেন। পেশাদারি ফুটবলের বেশিরভারটাই ফ্রান্সে কাটিয়েছেন। ফ্রান্সের প্রথম ডিভিশনেও খেলেছেন। ২০১৩-১৪ মরশুমে লিগ ওয়ানে খেলেছিলেন। পরেরবার খেলেছিলেন ইউরোপা লিগেও। পরবর্তী আরও কয়েকবার ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে খেলেছিলেন।

২০১৭ সালে ইউরোপা লিগে পলের তৎকালীন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলেছিলেন ফ্লোরেন্টিন। সেইসময় আর্সেনালে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই স্বপ্নপূর্ণ হয়নি। বরং তুরস্কের লিগে খেলেছিলেন। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। পরে আবার ফ্রান্সে ফিরে এসেছিলেন।

আরও পড়ুনঃ আইপিএল ফাইনাল দেখতে রামিজকে আমন্ত্রণ জানান সৌরভ – NF Bangla Private Limited (newsfrontbangla.com)