জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এভাবেও ফিরে আসা যায় প্রমাণ করলেন আইয়ার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১৬ নম্বর ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টেই শতরানের নজির গড়লেন শ্রেয়স আইয়ার। নিজের মুখে আইয়ার জানালেন তাঁর সাফল্যের কাহিনী। অভিষেক টেস্টে ১০৫ রানের ইনিংস শ্রেয়স সাজিয়েছিলেন ১৩টি চার ও ২টি ছয় দিয়ে। দ্বিতীয় দিন নিজের সেঞ্চুরি ও দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নেমেছিলেন শ্রেয়স। নিজে সেঞ্চুরি পূর্ণ করলেও দলকে আরও বেশি রান এনে দিতে পারলেন না। প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়ার আশায় রাতভর ঘুমোতে পারেননি শ্রেয়স। ম্যাচের শেষে তিনি বলেন, প্রথম দিন থেকে যেভাবে সবকিছু ঘটেছিল তাতে আমি খুব খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমি সত্যিই সুন্দরভাবে রাত্রিবেলাই ঘুমোতে পারব। কিন্তু গত রাতে আমি ঘুমোতেই পারিনি। আজ ভোর পাঁচটায় উঠেছিলাম। কিন্তু যখন সেঞ্চুরিটা করতে পারলাম, দারুণ অনুভূতি হল। কিন্তু আজ লাঞ্চের পরই ৩৪৫ রানে শেষ হয়ে যায় ভারত। দ্বিতীয় দিনেও পিচে কোনও জুজু ছিল না তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের ওপেনাররা । দ্বিতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে ৩৪৫ রানের জবাবে ৫৭ ওভার খেলে নিউজিল্যান্ড তুলেছে বিনা উইকেটে ১২৯ রান।