২০২২’র রাজ্যে সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

NABANNA

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

দোরগোড়ায় ২০২২, আগামী বছরের জন্য আজ শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন। আগত বছরে ১৮ টি অনুষ্ঠানে ছুটির সংখ্যা ১৬। প্রকাশিত তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে ১৪ এপ্রিল একই দিনে পড়েছে আম্বেদকর জন্মবার্ষিকী এবং মহাবীর জয়ন্তী আবার ১৫ এপ্রিল গুড ফ্রাইডে এবং বাংলা নববর্ষ। ফলে চারটি পৃথক অনুষ্ঠানে ছুটির সংখ্যা দুই। এছাড়াও প্রকাশিত ছুটির তালিকায় বেশ কয়েকটি ছুটি পড়েছে রবিবার।

২০২২ সালে রাজ্যে সরকারি ছুটির তালিকাঃ

১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী
২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস
৫ ফেব্রুয়ারি- সরস্বতী পুজো
১৪ এপ্রিল- আম্বেদকর জন্মবার্ষিকী এবং মহাবীর জয়ন্তী
১৫ এপ্রিল- গুড ফ্রাইডে এবং বাংলা নববর্ষ
৩ মে- ইদলফেতর
৯ মে- রবীন্দ্র জয়ন্তী
১৬ মে-বুদ্ধ পূর্ণিমা
৯ আগষ্ট- মহরম
১৫ আগষ্ট- স্বাধীনতা দিবস
৩- ৫ অক্টোবর- দুর্গাপুজো
২৪ অক্টোবর- কালী পুজো
৮ নভেম্বর- গুরু নানকের জন্মদিন

রবিবারে পড়া ছুটির তালিকাঃ
২৩ জানুয়ারি- নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী
১০ এপ্রিল- হরিচাঁদ ঠাকুরের জন্মদিন
১ মে- আন্তর্জাতিক শ্রমিক দিবস
১০ জুলাই-ইদুজ্জোহা
২৫ সেপ্টেম্বর-মহালয়া
২ অক্টোবর- গান্ধী জন্মজয়ন্তী
৩০ অক্টোবর- ছট পুজো
২৫ ডিসেম্বর- বড়দিন