জুলাই 26, 2024
Latest:
প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

পকেটে চাপ বাড়িয়ে জিও রিচার্জ এখন মহার্ঘ

নাজমুল আলম, এনএফবিঃ

ভারতী এয়ারটেল এবং ভোডাফোনের পক্ষ থেকে নতুন ট্যারিফ ঘোষিত হবার পর সেই পথেই হাঁটল জিও। এক ধাক্কায় ২১ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে রিচার্জের। যদিও জিও দাবি করছে তাদের প্লান গুলি অন্যদের থেকে সস্তা। আগামী ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে এই ট্যারিফ লাগু হচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক কি পরিবর্তন হয়েছে।

  • ৭৫ টাকার জিও রিচার্জ প্ল্যান এখন ৯১ টাকায়, বৈধতা ২৮ দিন।
  • ১২৯ টাকার প্ল্যান এখন ১৫৫ টাকা ২৮ দিন ।
  • ১৪৯ টাকার প্ল্যান এখন ১৭৯ টাকা বৈধতা ২৪ দিন ।
  • ১৯৯ টাকা প্ল্যান হয়েছে ২৩৯ টাকা বৈধতা ২৮ দিন। প্রতিদিন দেড় জিবি নেট ও আনলিমিটেড কলের সঙ্গে ।
  • ২৪৯ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ২৯৯ টাকা সঙ্গে আনলিমিটেড কল ২ জিবি নেট প্রতিদিন।
  • ৩৯৯ টাকার জনপ্রিয় প্ল্যানটি বেড়ে হয়েছে ৪৭৯।প্রতিদিন দেড় জিবি নেট আনলিমিটেড কল পাওয়া যায় এই প্লানে, বৈধতা ৫৬ দিন।
  • ৪৪৪ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ৫৩৩ টাকা বৈধতা ৫৬ দিন।
  • ৩২৯ টাকার প্ল্যান এখন পাওয়া যাবে ৩৯৫ টাকায়। আনলিমিটেড কল এবং মোট ৬ জিবি নেট পাওয়া যাবে ৮৪ দিনের বৈধতার সঙ্গে কল, বৈধতা।
  • ৫৫৫ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ৬৬৬ টাকা। প্রতিদিন দেড় জিবি নেট ও আনলিমিটেড কল পাওয়া যাবে এই রিচার্জে বৈধতা ৮৪ দিন।
  • ৫৯৯ টাকা প্ল্যান বেড়ে হয়েছে ৭১৯ টাকা। প্রতিদিন ২ জিবি নেট আনলিমিটেড কল পাওয়া যাবে এই রিচার্জে বৈধতা ৮৪ দিন।
  • ১২৯৯ টাকা রিচার্জ এখন বেড়ে হয়েছে ১৫৫৯ টাকা। বৈধতা ৩৩৬ দিন সঙ্গে আনলিমিটেড কল ও মোট ২৪ জিবি ডাটা পাওয়া যাবে এই রিচার্জে।
  • ২৩৯৯ টাকার বার্ষিক প্ল্যান বেড়ে হয়েছে ২৮৭৯ টাকা। প্রতিদিন ২ জিবি নেট আনলিমিটেড কল রয়েছে এই রিচার্জে।

এছাড়াও অ্যাড অন ডাটা প্ল্যান গুলিও বাড়ানো হয়েছে।

  • ৫১ টাকার প্ল্যান এখন ৬১ টাকায় পাওয়া যায় ৬ জিবি ডাটা।
  • ১০১ টাকার প্ল্যান এখন ১২১ টাকায়। পাওয়া যায় ১২ জিবি ডাটা।
  • ২৫১ টাকার ৩০ দিন বৈধতা যুক্ত প্ল্যান এখন পাওয়া যাবে ৩০১ টাকায়। মোট ৫০ জিবি ডাটা পাওয়া যায় এই প্লানে।