এনএফবি, সল্টলেকঃ
নিয়োগের দাবিতে আজ ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেকে। জানা গেছে, আজ বিকেল ৩ টে নাগাদ মিছিল করে সল্টলেক আচার্য সদনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরি প্রার্থীরা। পুলিশের তরফে জমায়েত করতে নিষেধ করা হয়। কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ অমান্য করেই বিক্ষোভ দেখাতে থাকে। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। যার জেরে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে বিধাননগর পুলিশ আটক করে বলে সূত্রের খবর।
আন্দোলনকারীদের দাবী, ২০১৬ সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) উত্তীর্ণ হওয়া সত্বেও এখনও তাদের নিয়োগ করা হয়নি। তাদের আরও অভিযোগ, মেধা তালিকায় যাদের নাম আগে রয়েছে তাদের বাদ দিয়ে অন্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।
নিয়োগের দাবিতে এই বছর লাগাতার আন্দোলন চালিয়ে আসছে চাকরি প্রার্থী হবু শিক্ষকরা।