জুলাই 1, 2024
Latest:
ফিচারবিনোদন

কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ “রক্তপলাশ”

এনএফবি, বিনোদন ডেস্কঃ

শীঘ্রই মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ রক্তপলাশ ৷ ডার্ক এনার্জি প্রযোজিত ক্লিক ওরিজিনালসের জঙ্গলের প্রেক্ষাপটে টান টান উত্তেজনায় ভরা রহস্য গল্পের আধারে নির্মিত নতুন ওয়েব সিরিজ রক্তপলাশ দর্শকদের মনোগ্রাহী হবে বলেই মনে করা হচ্ছে ৷

রক্তপলাশ

Klikk Originals এর নতুন web series.

পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়
প্রযোজনা: Dark Energy

জঙ্গলমহলে অবস্থিত সুরম্য ফক্সহোল রিসোর্টে বেড়াতে আসা সমাজের সাতজন বিশিষ্ট উচ্চমধ্যবিত্ত শ্রেণীর মানুষকে কেন্দ্র করে আবর্তিত হয় রক্তপলাশ সিরিজের গল্প ।
শুরুতে সবাই ভ্রমণবিলাসে মজে গেলেও, নৈশ আড্ডায় রিসোর্ট মালিকের প্ররোচনায় গল্পের পরতে পরতে সেই বিশিষ্টজনেদের অতীত জীবনের লুকোনো অন্যায় ও অপরাধমূলক কাজকর্মের ইতিহাস সামনে আসে দর্শকের।

এরই মধ্যে জঙ্গলে নিছক ছুটি কাটাতে আসা, আপাতভাবে নিষ্পাপ মানুষগুলি হঠাৎ করেই আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থীর লড়াইয়ে মাঝে পড়ে । তখনি সভ্য যাপনের শহুরে মুখোশ খুলে গিয়ে তাঁদের ভেতরে থাকা স্বার্থপর জান্তব চারিত্রিক বৈশিষ্টগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে । সাতজন ব্যক্তিমানুষের আভ্যন্তরীণ সাদা-কালোর দ্বন্দ্বগুলো উন্মুক্ত হতে না হতেই তারা রিসোর্টে বন্দি হয়ে পড়েন মুক্তিপণের টোপ হিসেবে ।


প্রশ্ন ওঠে একজোট হয়ে সাতজনের বাঁচার লড়াইয়ে শামিল হবার । চরমপন্থীরা সময় দেয় ঘন্টা চারেক। প্রশাসনের তরফে নিযুক্ত হন এক সরকারি মধ্যস্থতাকারী। কিন্তু সে সাত বিশিষ্টজনের অবস্থা হয় সঙ্গীন।
তাঁদের মধ্যে কেই বা করলেন বিশ্বাসঘাতকতা ? কি ছিল তাঁদের পুরোনো পাপ ? কেনই বা তাঁদের পণবন্দী হতে হলো চরমপন্থীদের হাতে ? কিভাবে প্রশাসন পৌঁছবে তাঁদের কাছে ? বন্দিরা কি আদৌ চরমপন্থীদের হাত থেকে রেহাই পাবেন ? আদিম জঙ্গলের উপদ্রুত অঞ্চলের প্রেক্ষাপটে এই টানটান রোমাঞ্চ ও রহস্যের গল্প আরো গভীরে গিয়ে জানতে হলে দেখতে হবে KLIKK এর আগামী নতুন ওয়েব সিরিজ।

কলা কূশলী

কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা – কমলেশ্বর মুখার্জী
সহকারী পরিচালনা – চন্দ্রিমা রায়, পর্ণা ঘটক, অম্বালিকা ঘোষ, অনিমেষ
আর্ট – তন্ময় চক্রবর্তী
সিনেমাটোগ্রাফি – টুবান
আবহ সঙ্গীত – শিবাশিস ব্যানার্জী
পোশাক পরিকল্পনা – নন্দিনী সেনগুপ্ত
মেক আপ – ইউনুস
অভিনয়ে – শিলাজিৎ, দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, উৎসব মুখার্জি, রোজা পারমিতা দে, অসীম রায় চৌধুরী, শুভজিত কর, মৌমিতা পন্ডিত, দিপঙ্কর, মৌসুমি দালাল, বেবী তামান্না, কোয়েল মিত্র, সুব্রত দাসগুপ্ত ও কমলেশ্বর মুখোপাধ্যায়
প্রোডাকশন ম্যানেজার – পার্থসারথী মুখার্জী
ঝাড়্গ্রাম লাইন প্রডিউসার – অরিন্দম দত্ত
গণসংযোগ – রানা বসু ঠাকুর