জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

দু’বছর পর মধ্যাহ্নভোজে খিচুড়ি

এনএফবি, মুর্শিদাবাদঃ

টানা দুবছর পর অবশেষে আইসিডিএসে রান্না করা খাবার পেল শিশুরা। এদিন আইসিডিএস সেন্টারে এসে শিশুরা আগের মতো পুরাতন নিয়মে খাবার খেল। কোভিড আবহ কাটিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার খিচুড়ি খাওয়ার আনন্দে মেতে ওঠে শিশুরা। প্রথম দিনেই ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে বহরমপুরের ধোপঘাটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি সেন্টারের সদস্য দিপালী বিশ্বাস, জয়ন্ত বাবু সহ অন্যান্য কর্মকর্তারা। পুষ্টিকর খাবার খেতে শিশুদের পাশাপাশি মায়েদের উৎসাহ লক্ষ্য করা যায়।

প্রথমদিনে বহরমপুরের আইসিডিএস-এ খিচুড়ি খাওয়ানো হলেও আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত কেন্দ্রেই খাওয়ানো শুরু হবে বলে জানা গিয়েছে।